Smart Factory 4.0 Consultant for Textile Apparel Industries.
প্রস্তাবনাঃ ৫১ , ব্র্যান্ডিং অব বাংলাদেশ।
আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেন, বিজনেস এর স্বর্গরাজ্য খ্যাত দুবাই এখনো সোশ্যাল মিডিয়াতে যেভাবে অনবরত নিজের দেশের ব্যবসার সুযোগ সুবিধা, সাফল্য গাঁথা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে যে সকল দুর্দান্ত ভিডিও প্রদর্শন করতেই থাকে, তা থেকে আমাদের শেখার অনেক কিছু আছে।
আমাদের দেশের ব্যাবসা বান্ধব পরিবেশ, সুযোগ সুবিধা ও সাফল্যগাঁথার সঠিক ব্র্যান্ডিং আমাদের সরকার, বিজিএমইএ, বেপজা, বেজা, ইপিবি, অথবা নামকরা কোন কোম্পানী এখনো করতে পারেনি।
কান্ট্রি ব্যান্ডিংয়ে আমরা যতদিন পিছিয়ে থাকবো, আমাদের অগ্রযাত্রা ততই বিলম্বিত হবে।
সিঙ্গাপুরঃ স্টেট অব দ্যা আর্ট টেকনোলজি।
থাইল্যান্ডঃ ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা।
মালয়েশিয়াঃ ট্রুলি এশিয়া। নয়নাভিরাম সৌন্দর্যের সমাহার।
দক্ষিণ কোরিয়াঃ ওয়ার্ল্ড ক্লাস ইলেক্ট্রনিক্স।
ভিয়েতনামঃ ট্যুরিজম, গার্মেন্টস ও নতুন চায়না।
আমাদের দেশের ব্র্যান্ডিং হয়েছে বন্যা, জলোচ্ছাস, দুর্নীতি, স্বস্তা শ্রম এবং
রানা প্লাজা কে নিয়ে।
স্বস্তা শ্রম ও রানা প্লাজা ব্যান্ডিং এর জন্য সকল টিভি মিডিয়া, অতি উৎসাহী ফেসবুক ব্যবহারকারীগণ, সংবাদপত্র আর আমাদের মূর্খতা দায়ী। এখন বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি সার্চ দিলে প্রথমে রানা প্লাজার ছবি উঠে আসে।
"পোশাক তৈরির স্বর্গরাজ্য বাংলাদেশ"
প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় এই ব্র্যান্ডিং যতদিন পর্যন্ত আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে না পারবো ততদিন আমাদের নিঃষ্পেষিত হতে হবে।
#bangladesh
No comments:
Post a Comment