Wednesday, 5 May 2021

গার্মেন্টস শ্রমিক ও কর্মকর্তা বনাম আমলারা(দেশের সোনার হরিন) Made in Bangladesh - RMG আত্মকথন ১০

গার্মেন্টস শ্রমিক ও কর্মকর্তা বনাম আমলারা(দেশের সোনার হরিন)

১.দৈনিক কর্মঘন্টা সর্বনিম্ন ১২ ঘন্টা আর আমলাদের সর্বোচ্চ ৮ঘন্টা।
২.সাপ্তাহিক ছুটি ১দিন তাও বেশীরভাগ সময় সেই ছুটির দিনেও ডিউটি করতে হয় আর আমলাদের সাপ্তাহিক ছুটি ২দিন।
৩.শারীরিক ও মানসিক কষ্ট করেও মাস শেষে বেতন আসে ১০ তারিখে কোনো কোনো মালিকতো বকেয়াই রেখে দেয় আর আমলারা মাস শুরুর ১ বা ২ তারিখে বেতন পকেটে।
৪.বাংলাদেশের শ্রম আইনে উল্লেখ আছে বাৎসরিক উৎসবভাতা প্রদান করিতে হইবে কত পারসেন্ট তা নির্দিষ্টভাবে উল্লেখ না থাকায় কোনো কোনো মালিক নামমাত্র বোনাস প্রদান করেন যা সম্পূর্ণ জোচ্চুরি।আর আমলারা বোনাস পায় শতভাগ আরো অন্যান্য।
৫.কাপড়ের ময়লা ধূলাবালি খেয়েও হজম করে কাজ চালায় শ্রমিকরা জীবিকার আশায় করোণাতো কিছুই না যা তারা বছরে বছরে সহ্য করে আসছে তবুও কেনো এদের জীবন নিয়ে এতো খেলা এতো সিন্ডিকেট?!! আর আমলারা নাকে তেল দিয়ে ঘুষ খায়।
৬.পূজিবাদী,পা চাটা কুত্তা গার্মেন্টস মালিকরা তৈয়ার রাখে যে কোন পরিস্থিতি সামাল দিতে যাতে করে শ্রমের প্রকৃত মূল্য না দিয়ে রাতারাতি কোটিপতি হতে পারে আর আমলারা শ্রমিকের কষ্টের ফসল খায়।

#We_fuck_GDP
#Need_solution_for_remittance_fighters

No comments:

Post a Comment