Thursday, 27 May 2021

বাংলাদেশের আরেকটি অপূর্ব স্থাপনা রংপুর কারুপণ্য গ্রীন ফ্যাক্টরি।

বাংলাদেশের আরেকটি অপূর্ব স্থাপনা রংপুর কারুপণ্য গ্রীন ফ্যাক্টরি। এখানে প্রায় ৭০০০ শ্রমিক কাজ করেন, যার ৮০ শতাংশই নারী। উৎপাদন করেন দেশের ঐতিহ্যবাহী শতরঞ্জি। এখানে নেই কোন ইলেক্ট্রিক ফ্যান বা এসি। স্থাপনাটা এমন ভাবে করা হয়েছে যে, ন্যাচারাল বাতাস এবং পানির প্রবাহকে শীতলীকরণ প্রক্রিয়ায় এখানকার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। তীব্র গরমেও ১৮ ডিগ্রীর বেশি তাপমাত্রা এখানে হয় না। 

প্রচুর গাছ দিয়ে পুরো স্থাপত্যটির শরীর জুড়ে দেওয়া হয়েছে যেন তা সারাবছর প্রচুর অক্সিজেন উৎপাদন করতে পারে এবং তাপমাত্রা সহনীয় পর্যায় রাখতে পারে। 

স্থপতি: Bayejid Mahbub Khondker 

Let's have a look 
 
লেখা : Annando Kutum

No comments:

Post a Comment