স্বাধীনতার এত বছর পরেও বৈষম্য দূর হয়নি
গার্মেন্টস শ্রমিকদের কোন সুবিধা দেওয়া হয় না।
অমানুষের মত দিন রাত খাটাচ্ছেন সেই খানে কারো চোখ যায় না, ঈদের ছুটির কথা বলে হাজার ফ্যাক্টরিতে জেনারেল ফ্রাইডে তে ডিউটি করায় ফেলছেন তার কিছু যায় আসে না, রোজার মধ্যে শীপমেন্ট মিটআপ নামের আনপ্ল্যান্ড কাজ করাতে পারছেন, কিন্তু ঈদে তিন দিনের ছুটির নামে সাফাই গাচ্ছেন!
বাংলাদেশে মাল্টিন্যাশনাল আর লোকাল ফ্যাক্টরির প্রাক্টিস দেখলে মনে হয় দেশি কোম্পানী গুলা লাভ ই করে না অথচ দেশে মাল্টিন্যাশনাল কোম্পানী গুলা শ্রমিকের সুযোগ সুবিধা বজায় রেখে বহাল তবীয়দে লাভ তো করছেই সাথে দেশেই নতুন ফ্যাক্টরি ইউনিট চালু করছে,
বিগত অর্থ বছরে ৩৩ হাজার কোটি ডলার বা ৩৩ বিলিয়ন ডলার যখন এই খাত থেকে ফরেন রেভিনিউ আয় আসে,যা দেশের সকল বৈদেশিক মুদ্রা আয়ের ৮৬℅ প্রায়!
তখন এই খাতের মানুষ গুলাকেই শুধু করোনা আক্রমণ করেনা, এই খাতের মানুষ গুলাই শুধু স্বাস্থ্য বিধির চৌদ্দ্য গুষ্টি উদ্ধার করে!
ফ্যাক্টরি ক্যাপাসিটির থেকে ১০ গুন বেশি অর্ডার নিয়ে শীপমেন্ট মিটাআপ আর আনপ্ল্যান্ড কাজের ছাড়াছড়ির মধ্যে শ্রমিক অসহায় হয়ে দিনকে রাত আর রাতকে দিন করে, কিছু বোনাস আর ঈদের এই কিছু ছুটির জন্য, এছাড়া RMG জীবনে শ্রমিক আর কিছুই আশা করে না!
আপনারা যারা সাফাই গাচ্ছেন
Some times u gyz are making lame joke ur self insted of giving some positive vibe to this industry. U gyz have to admit wt ever u gyz r believing is not goes for the labour, ur word is only valid for factory owner.
Sometimes we need to cover truth, unless we cant stand infront of mirror or our self image 🙏
No comments:
Post a Comment