Saturday, 8 May 2021

প্রত্যেক গার্মেন্টস শ্রমিকই সময়ের জন্য বাংলাদেশের অর্থনৈতিক যোদ্ধা। বুঝতে হবে যারা স্বাস্থ্যবিধি মেনে দেশের অর্থনৈতিক চাকা ঘুরাতে পারে, তারা পৃথিবীর যেকোনো পরিস্থিতিতেই স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে।এখনো কোনো টেক্সটাইল প্রতিষ্ঠান ছুটি হয়নি। # তবে কেন ফেরিঘাটে এত মানুষের ঢল? # তাহলে এরা কারা?# নাকি, নৌপথ- স্থলপথ বন্ধ করে এটাই সর্বশ্রেষ্ঠ সমাধান?

প্রত্যেক গার্মেন্টস শ্রমিকই সময়ের জন্য বাংলাদেশের অর্থনৈতিক যোদ্ধা। বুঝতে হবে যারা স্বাস্থ্যবিধি মেনে দেশের অর্থনৈতিক চাকা ঘুরাতে পারে, তারা পৃথিবীর যেকোনো পরিস্থিতিতেই স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে।
এখনো কোনো টেক্সটাইল প্রতিষ্ঠান ছুটি হয়নি। 

# তবে কেন ফেরিঘাটে এত মানুষের ঢল? 
# তাহলে এরা কারা?
# নাকি, নৌপথ- স্থলপথ বন্ধ করে এটাই সর্বশ্রেষ্ঠ সমাধান?

পোশাক শ্রমিক ভাইয়েরা যদি স্বাস্থ্যবিধি মেনে দেশের অর্থনৈতিক সচল রাখতে পারে, তবে সেই সাথে দেশের প্রশাসন যদি স্বাস্থ্যবিধি মানিয়ে সবকিছু সচল রাখতো তাহলে দেশের অগ্রগতির আরও একটু ভালো হতো।

# নাকি, যাদের আয়ে পুরো বাংলাদেশে চলে, কখনোই মূল্যায়ন করা হবে না?

No comments:

Post a Comment