১.সেলাই সুতার সংজ্ঞা কি?
২.সুতার উৎস কি?
৩.কিভাবে সুতা তৈরি করা হয়?
৪.বিভিন্ন ধরনের সুতার নাম।
✡️ ১. #সেলাই সুতা : পোশাক তৈরির জন্য সেলাই সুতা একটি অপরিহার্য উপাদান । পোশাক প্রস্তুত করার জন্য এবং পোশাকের সাথে সর্ম্পকযুক্ত যে কোন কাপড় সেলাই করার জন্য যে সুতা বা থ্রেড ব্যাবহার করা হয়,তাকেই সেলাই সুতা বলা হয়।
🌻 ২.......#সুতার_উৎস_ কি ?
=>সুতার উৎস হলো ফাইবার বা আঁশ।
এই ফাইবার এর উৎস উপর ভিত্তি করে সুতার বিভিন্ন প্রকারভেদ এবং সুতার নাম বিভিন্ন রকম।
🔰প্রাকৃতিক ও কৃত্রিম।
প্রকৃতিগত ভাবে ফাইবার গুলো প্রধানতঃউদ্ভিদ ও প্রাণী হতে আসে। যেমনঃকটন উদ্ভিদজাত উৎস হতে আসে আর উল প্রাণিজ উৎস হতে আসে। অন্যান্য প্রকৃতিক ফাইবারের মধ্যে ,
🔰Linen thread
🔰silk thread,
🔰cotton thread,
🔰viscose thread ইত্যাদি বহুল ব্যবহ্ত হয়।
#কৃত্রিম_ফাইবারের
কৃত্রিম ফাইবার প্রধান উৎস হলো বিভিন্ন প্রকার কেমিক্যাল বা রাসায়নিক দ্রবাদি।
কৃত্রিম ফাইবারগুলো হলো
🔰1.polyester thread
🔰2.Nylon thread
🔰3.Aramide thread
🔰4. PTFE thread ( poly tetra fluro ethylene)
৩......#সুতা _তৈরির_প্রক্রিয়া
⭐কিভাবে সুতা তৈরি করা হয়?🤔
⭐সুতার প্রকারভেদ বা বিভিন্ন সুতার নাম অনুযায়ি বিভিন্ন সুতার উৎপাদন প্রক্রিয়া বিভিন্ন রকম হয়ে থাকে। সুতা কিভাবে তৈরি হয় তা জানার আগে চলুন জেনে নেওয়া যাক ইয়ার্ন সম্পর্কে, ইয়ার্ন কাকে বলে এবং কিভাবে তৈরি হয়। টেক্সটাইল জগতের উৎপাদন চেইনের প্রথম ধাপ হচ্ছে ফাইবার। তার পরের ধাপই হল ইয়ার্ন। এই ইয়ার্নকে বুনন বা উইভিং এর মাধ্যমেই কাপড় বা ফেব্রিক তৈরি হয়। ইয়ার্ন একাধিক ফাইবারের সমন্বয়ে গঠিত যা স্পিনিং প্রযুক্তির মাধ্যমে এর মাধ্যমে তৈরি করা হয়। আবার দুই বা ততোধিক ইয়ার্ন এর সমন্বয়েই সুতা তৈরি হয় যা বিভিন্ন প্রকার সেলাই কার্যে ব্যবহৃত হয়.....!!
৪.......#বিভিন্ন_ধরনের_সুতার_নাম
🌻 =>১.লিলেন সুতাঃ
লিলেন সুতা অত্যন্ত শক্তিশালী ও কিছুটা শক্ত প্রকৃতির হয়।ইহা সাধারণত গার্মেন্টস শিল্পে ব্যবহ্ত হয়।
তাঁবু,ক্যানভাস, জুতা তৈরিতে & সেলাই করে বোতাম লাগানোর জন্য এক সময়ে বহুলভাবে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে কৃত্রিম সুতা ব্যবহৃত হয়।
🌻 ২.সিল্ক সুতা
সিল্ক বা রেশম একটি প্রাকৃতিক ফিলামেন্ট ফাইবার & এতে প্রাকৃতিক মসৃণতা বিদ্যমান ।
এই সুতা অধিকতর শক্ত এবং উন্নতমানের সুতা।
🌸৩.কটন সুতাঃ
প্রাকৃতিক আঁশ হতে উৎপন্ন সেলাই সুতার মধ্যে কটন থ্রেড সবচেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হয় & ব্যবহৃত হয়। সাধারণ উন্নত মানের কটন ফাইবার হতেই কটন থ্রেড তৈরি করা হয়। এর আদ্রর্তা ধারণক্ষমতা শতকরা ৮.৫ ভাগ।
➡️ কটন সুতা আবার ৩ প্রকার। যথা:
1.soft cotton thread
2.Mercerized cotton thread
3.Glanced cotton thread
🏵️৪.পলিস্টার সুতাঃএই সুতা কম দামি এবং 🏵️শক্তিশালী , ইলাস্টিক ধর্ম বেশ সুবিধাজনক ও রং পাকা বিধায় বহুল পরিমাণে পোশাকে তৈরিতে ব্যবহার হচ্ছে।
কম দামি হওয়ায় খুব বেশি পরিমাণে ব্যবহ্ত হয়।
🌺৫.নাইলন সুতাঃ
নাইলন সুতা খুব শক্ত ও টেকসই হয়।এটি হালকা,মসৃন এবং পানি শোষণ করতে পারে না।
সম্প্রসারিত সীম, নিটেড কাপড়, সাঁতারের কাপড় (swim wear) সেলাই করার জন্য এই সুতা ব্যবহার করা হয়।
🌻৬.রেয়ন সুতাঃ
একব্রডারি কাজে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহ্ত সুতার নাম হলো রেয়ন।উচ্চ গতির এমব্রয়ডারি মেশিনে ব্যবহারের সময় রেয়ন সুতার ছিড়ে যাওয়ার হার খুব কম তাই সেলাই খুব ভালো হয় । এর সুতার দাম কম হওয়ায় সিল্কের বিকল্প হিসেবে ব্যবহ্ত হয়।
🏵️৭.উলের সুতাঃ
সাধারণত প্রাণির লোম থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই সুতা উৎপাদন করা হয়। এই সুতা একাধিক ফাইবারের সমন্বয় করে তৈরি করা হয়। বিশেষ করে শীতকালীন পোশাক ও কম্বল তৈরির জন্য ব্যবহার করা হয়। এছাড়া এমব্রয়ডারির কাজের ক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে।
#Writer
Mayeen Uddin