Saturday, 24 April 2021

বাংলাদেশে প্রথম যখন চীনা কোম্পানিগুলো ব্যাপক আকারে কাজ পেতে শুরু করে; তখন দেশীয় ফ্রেশার ইঞ্জিনিয়ারদের বেতন ছিল লাখের উপরে।Made in Bangladesh - RMG আত্মকথন ০৪

বাংলাদেশে প্রথম যখন চীনা কোম্পানিগুলো ব্যাপক আকারে কাজ পেতে শুরু করে; তখন দেশীয় ফ্রেশার ইঞ্জিনিয়ারদের বেতন ছিল লাখের উপরে। কিন্তু ধীরে ধীরে যখন ম্যানেজমেন্ট লেভেলে বাঙ্গালী নেয়া শুরু হল; তখন বেতন কমতে কমতে এখন ৮-১০হাজারে এসে ঠেকেছে।

১) ম্যানেজমেন্টের কিছু লোক তাদেরকে বুঝিয়েছে- ৮/১০হাজারে এই দেশে ইঞ্জিনিয়ার পাওয়া যায়।

২) ম্যানেজমেন্টের আরেকটি অংশ চাইনিজদের থেকে বেতন বাবদ ৫০হাজার টাকা নিলেও, অধীনস্থদের ৮/১০হাজার টাকা বেতন দিয়ে; বাকিটা নিজের পকেটে ঢুকায়।

৩) কিছু কিছু সাব-কন্ট্রাক্টর এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট কর্মকর্তা চাইনিজদের অগোচরে কোটি কোটি টাকা সরিয়ে নেয়।

ফলে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা ক্ষতিগ্রস্ত হল। 
দেশ ও ক্ষতিগ্রস্ত হল।
দুর্নীতি এভাবেই বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দেশীয় বিভিন্ন কোম্পানীর ম্যানেজমেন্ট ও মানবসম্পদ বিভাগের লোকজন মানবসম্পদ উন্নয়নের চেয়ে, বরং বাঁশ দেয়ার কাজে ওস্তাদ। কোম্পানির লাভ ও সমৃদ্ধির জন্য ইনোভেটিভ আইডিয়ার পরিবর্তে; এরা অন্যের বেতন-ভাতা ও সুযোগসুবিধা কমিয়ে দিয়ে নিজের অযোগ্যতা ঢাকার চেষ্টা করে। মালিকপক্ষকে তেল দিয়ে, অন্যকে বাঁশ দিয়ে, অন্যের বেতন কমিয়ে; এরা মালিকপক্ষের চোখে প্রিয় হতে চায়।

লেখার কার্টেসিঃ আবির আহমেদ খান

No comments:

Post a Comment