কেউ অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করেন নাহ, কাজ শিখতে শিখতে অভিজ্ঞ হয়!! বিভিন্ন organisation কে দেখা যায় ফ্রেশারদের খুব তাচ্ছিল্যের সাথে হেয় করতে এই অজুহাতে তাদের কোন professional work experience নেই এবং তাদের মধ্যে আরো একটা কুসংস্কার বিরাজ করে সেটা হলো আমরা টাকা দিয়ে কেন ফ্রেশারকে কাজ শিখাবো, এখন এরকম attitude যদি থাকে তাহলে কখনোই আমাদের দেশে skilled people তৈরি হবে নাহ, এবং এক্ষেত্রে ২ টা জিনিস হবে প্রথমত বাহিরের দেশের দক্ষ লোক (যেমন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, চাইনিজ, কোরিয়ান) আমাদের দেশের সকল প্রাইভেট প্রতিষ্ঠানের উচ্চপদ দখল করে ফেলবে আর দ্বিতীয়ত দেশের মেধাবী রা নিজেদের দক্ষ করার জন্য বাহিরের দেশে চলে যাবে, যেটাকে বলা যেতে পারে মেধা পাচার !!
আমরা সবাই জানি একটা সময় আমাদের দেশের তাতীরা মসলিন কাপড় বানাতে বেশ পটু ছিলো, কিন্তু ব্রিটিশরা তাতীদের হাতের আংগুল কেটে দেয় যাতে করে আর কোন দক্ষ তাতী না তৈরি হতে পারে মসলিন কাপড় বানানোর জন্য, আজ ২০২১ সালে এসে মনে হচ্ছে আমার সেই ব্রিটিশ আধিপত্য এর culture নিজেদের মধ্যে এখনো ধারন করে চলছি, যেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশ আশংকাজনক !!
- মোহাম্মদ সাকিন শিকদার
No comments:
Post a Comment