Sunday, 25 April 2021

গার্মেন্টস কি এই দেশে থাকবে না ???? যেখানে সুতার দাম $2.70 থেকে $4.30। Made in Bangladesh - RMG আত্মকথন ০৬

গার্মেন্টস কি এই দেশে থাকবে না ???? যেখানে সুতার দাম $2.70 থেকে $4.30। (কত তে গিয়ে ঠেকবে কেউ জানেনা, প্রতিদিন বাড়ছে 0.10 (সেন্ট) করে কোন মিডিয়ায় খবর দেখলাম না। কারও কোন মাথা ব্যথা নেই।
 কন্টেইনার $15/CBM থেকে $100/CBM। আসলে কি আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতেছি না।
 যেখানে অন্য দেশ এক্সপোর্ট করতে মরিয়া, সেখানে আমরা এক্সপোর্ট করতে মনে হয় অনিহা প্রকাশ করতেছি। 
বায়ার আমাদের জোর করে ধরে যেন এক্সপোর্ট করাচ্ছে 😥😥😥 আল্লাহ আমাদের উর্ধ্বতন মানুষের বুঝার তৌফিক দান করুন। আলু পিয়াঁজের মত যদি গার্মেন্টস নিয়ে সিন্ডিকেট হয় তাহলে দেশ ও জাতির জন‍্য বড় সমস্যা।
বিদ্রঃ 
বর্তমানের পোশাক শিল্পের বিদ্যমান সমস্যা পরামর্শ গুলি যার যার পজিশন থেকে সমস্যা গুলি তুলে ধরুন । 

Collected Post

No comments:

Post a Comment