Saturday, 24 April 2021

গার্মেন্টস কর্মীদের উপার্জিত বৈদেশিক মুদ্রা দেশের ভিতরে নাড়াচাড়া করে ব্যাংক কর্মীরা করোনায় ক্ষতিপূরণ ও অনুদান পাবে, ৫০ লাখ টাকা।আর গার্মেন্টসকর্মী? Made in Bangladesh - RMG আত্মকথন ০৩

গার্মেন্টস কর্মীদের উপার্জিত বৈদেশিক মুদ্রা দেশের ভিতরে নাড়াচাড়া করে ব্যাংক কর্মীরা করোনায় ক্ষতিপূরণ ও অনুদান পাবে, ৫০ লাখ টাকা।
আর গার্মেন্টসকর্মী?

বাংলাদেশ এর টেক্সটাইল সেক্টর বাদে বাকি সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান দেশের ১৮% অর্থনীতি নিয়ে কাজ করে। আর টেক্সটাইল সেক্টর বাকি ৮২% অর্থনীতি নিয়ে কাজ করে। কোন সরকার এই সেক্টরের সাথে কখনোই প্রত্যক্ষভাবে জড়িত ছিলনা।
 বরং, প্রতি বছর BKMEA আর BGMEA এর দিকে হা করে তাকিয়ে থাকে।
 আর জিডিপি এর হিসাব করে (Our govt. is best govt) দাবি করা হয়। 
আজকে দেশে করোনা ভাইরাস ইস্যুতে সকল অফিস বন্ধ ঘোষণা করা হলেও টেক্সটাইল বন্ধ করা হয়নি। 
সবাই ঘরে বসে কোয়ারেন্টাইন করবে আর RMG সেক্টরের প্রতিটা শ্রমিক, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, মার্চেন্ডাইজার, ডিজাইনার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ডিপার্টমেন্ট হেড এদেশের অর্থনীতির চাকা সচল রাখতে অফিস করছে প্রতিদিন।
 এই সেক্টরের মানুষগুলোকে সরকারের মাথায় তুলে রাখা উচিত ছিল কিন্তু, 
এই সেক্টরের একটা মানুষও সরকারের কোন সুযোগ সুবিধা আদৌ ভোগ করেনা। উল্টো প্রতিবছর এই সেক্টরের মানুষগুলোর শিপমেন্ট এর উপর ভিত্তি করে যে জিডিপি বাড়ে, সেটা দিয়ে সরকারি আমলারা নিজেদেরকে সেরা দাবি করে। 
এটা কেবল এই চেতনার দেশে সম্ভব। 😥

Still we are working for the tag of "Made in Bangladesh".

#COVID2019  
#RMG_of_BD
#Made_In_Bangladesh

#সংগৃহীত

No comments:

Post a Comment