Tuesday, 15 February 2022

পোশাক রপ্তানিতে বাংলাদেশ আবারও বিশ্বে ২য় অবস্থানে।

পোশাক রপ্তানিতে বাংলাদেশ আবারও বিশ্বে ২য় অবস্থানে। 

২০২১ এর তৈরি পোশাক এক্সপোর্ট আয় অনুযায়ী বাংলাদেশ আবারো পোশাক রপ্তানিতে বিশ্বের ২য় হবার সন্মান ফিরে পেয়েছে। বাংলাদেশ সকল লিমিটেশন কাটিয়ে ৫০ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের স্বপ্ন পূরণ করবে এই প্রত্যাশা করি। 
EPB তথ্য অনুযায়ী, বাংলাদেশ আয় করে $৩৫.৮১ বিলিয়ন। ভিয়েতনাম আয় করে $৩২.৭৫ বিলিয়ন। (২০২১) 

তথ্য: Textile Today

No comments:

Post a Comment