একজন IE লাইনের ক্যাপাসিটি স্ট্যাডি, প্রোডাকশন স্ট্যাডি, ব্যালেন্সিং এগুলা অবশ্যই করবে। কিন্তু অহেতুক সারাদিন লাইনে খাম্বার মত দাঁড়িয়ে থাকা IE এর সাথে আসোলে যায়না। যেসব সিনিয়র বা ম্যানেজার রা সারাদিন অহেতুক লাইনে দাড় করায় রাখে, বিভিন্ন মেন্টাল প্রেশার দেয় ওইআব জায়গায় আসোলে IE থেকে প্রোপার আউটপুট যায়না। আমি মনে করি Executive লেভেল থেকেই IE এর সবার Personal PC, Desk থাকা দরকার। লাইনের কাজের পাশাপাশি একজন IE প্রচুর পরিমানে Thinker হতে হবে, একজন IE এর চিন্তা ভাবনা অবশ্যই প্রোডাকশন এর মানুষেদের চেয়ে ১০ গুন বেশি Smarter হয়৷
প্রোডাকশন এর জবাবদিহিতা যদি IE দের থেকে নেওয়া হয় সেসব ফ্যাক্টরি আসলে কখনোই Smart না। IE তার Strategy দেখায় দিবে কিন্তু প্রোডাকশন তুলবে তার জবাবদিহিতা থাকবে প্রোডাকশন এর মানুষেদের উপর। IE হচ্ছে প্রোডাকশনের Supportive হ্যান্ড৷ IE & Production কখনোই এক না।
So আমার মনে একটা ভালো IE ম্যানেজমেন্ট আর প্রোপার IE Practice যেমন তার Employees দের Satisfied করতে পারে ঠিক তেমন IE এর Main Goal ও পুরন করতে পারে।
No comments:
Post a Comment