Thursday, 31 December 2020

বাংলাদেশের আরেকটি সাফল্য। স্বীকৃতি পেলো মসলিন!

বাংলাদেশের আরেকটি সাফল্য। 

জামদানি, ইলিশ, চাপাইনবাবগঞ্জের খিরসাপাতি আমের পরে চতুর্থ পণ্য হিসেবে জিআই/ ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি পেলো মসলিন! এখন থেকে মসলিন শুধুই আমাদের। 

জিআই একটি পণ্যের ভৌগোলিক নির্দেশক হিসেবে কাজ করে যা ওই দেশ ছাড়া অন্য কেউ করতে পারে না।  যেখানে ট্রেডমার্ক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান কে ইস্যু করা হয় সেখানে জিআই একটি দেশকে ইস্যু করে। জিআই পণ্যের সবচেয়ে বড় সুবিধা হলো বিশ্ববাজারে এর ব্রান্ডিং যা সমমানের অন্য যেকোনো পণ্য থেকে একে এগিয়ে রাখে। বাংলাদেশের এমন আরো অনেক পণ্য আছে যা নিয়ে আমাদের নিজস্বতা দাবি করা লাগবে জোরালোভাবে। 

অভিনন্দন বাংলাদেশ। 🇧🇩

No comments:

Post a Comment