#Light_source_ফেব্রিক_চেকিং_লাইট_সোর্স
পোশাক শিল্পে ফ্যাব্রিক শেডের variation একটি প্রধান সমস্যা
সেড হল একই রঙের মধ্যে পার্থক্য
কাপড়ের সেড ২প্রকার।
(১)White
(2)Deep Colour
সেড এর Tone ৪ প্রকার।
1-Redish
2-Blueish
3-Greenish
4-Yellowish
White Colour----Dull & Bright
Deep/Colour----Light & Redish & Blueish & Greenish & Yellowish.
Light box usually uses five color lights.
D65 - Artificial Daylight.
T84 - Store Light.
TL83 - Shop light
TLF - Tungsten Filament ‘ Illuminant A (home lighting)’
UV - Ultra Violet Light “Black lamp”
D-65 (Artificial Daylight): D65 এর আলো বলতে বোঝায় কৃত্রিমভাবে তৈরি দুপুর এর উজ্জ্বল আলোকে বোঝায়। দিনের বেলায় ফেব্রিকের শেড কিরকম দেখাবে তা এই লাইটের সাহায্যে বুঝা যায়।
TL-84 (Store Light):ফেব্রিকের সেড এ ব্লু আর গ্রিন এর পরিমাণ কম/বেশী আসে কিনা তা এই লাইট এর সাহায্যে চেক করে দেখা হয়।
TL83 লাইট সাধারণত দোকান বা শোরুম ব্যবহার করে।
TFL(Tungsten Filament Light):ফেব্রিকের সেড এ হলুদ এবং রেড এর পরিমাণ কম/বেশী আসে কিনা তা এই লাইট এর সাহায্যে চেক করে দেখা হয়।
UV (Ultraviolet Light):স্পেশালি হোয়াইট কাপড় চেক করতে এই লাইট ব্যবহার হয়ে থাকে।
#textile #testing #dyeing #finishing #apparels #services
No comments:
Post a Comment