Sunday, 15 January 2023

একজন আদর্শ Merchandiser হতে হলে যে ১২ টি গুণ অবশ্যই থাকতে হবে।

একজন আদর্শ Merchandiser হতে হলে যে ১২ টি গুণ অবশ্যই থাকতে হবে।

একজন আদর্শ Merchandiser কে কি কাজ জানতে হয় ?
মারচেন্ডাইজার যে কোন ফ্যাক্টরীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বলতে গেলে তারা বায়ার ও ফ্যাক্টরীর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। আর যার মধ্যে বায়ারকে ম্যানেজ করার গুণ সবচেয়ে বেশি থাকে সে মারচেন্ডাইজিং পেশায় খুব দ্রুত উন্নতি করে থাকে। এই বায়ার ম্যানেজ করার জন্য অবশ্যই ভাল মার্চেন্ডাইজার হতে হবে। আর ভাল মার্চেন্ডাইজার হতে হলে এরকম ভাল কিছু গুণ থাকতে হবে যা দিয়ে বায়ার এবং বায়ারের সকল রিকয়ারমেন্ট সুন্দরভাবে পূর্ণ করা যায়। 

একজন আদর্শ Merchandiser এর যে ১২টি গুণ থাকা প্রয়োজন।
১. Buyer এর পাঠানো কিছু বিষয় সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। যেমন-
✔ Technical sheet
✔ Order sheet
✔ Size Sheet
 ✔ Manual Guide
✔ Fashion Design
✔ Sketch up
✔ Payment Terms and Conditions ইত্যাদি।

২. ফেব্রিক, ইয়ার্ণ ও এই সম্পর্কিত বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন-
✔ Fabric Type, Quality & Price
✔ Yarn Type, Quality & Price
✔ Supplier Type
✔ Sourcing Method

৩. কিছু টেকনিক্যাল বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। যেমন-
✔ Fabric & Yarn Consumption
✔ Costing
✔ Product Measurement
✔ Product SMV
✔ Product Criticality
✔ Back Calculation
✔ Competitive Pricing
✔ Allowance
✔ Wastage% ইত্যাদি।

৪. গার্মেন্টস ও টেক্সটাইল এর Production, Plan ও Quality সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন-
✔ Production Time
✔ Production Capacity
✔ Production Quality
✔ Plan Follow-up ইত্যাদি।

৫. গার্মেন্টস প্রোডাকশনের জন্য বিভিন্ন উপাদান সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন-
✔ Lab Dip
✔ Trim Card
✔ Swatch Card
✔ Approval ইত্যাদি।

৬. গার্মেন্টস ও ফেব্রিক উৎপাদনের বিভিন্ন প্রসেস সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন-
✔ Knitting/Weaving Production
✔ Dyeing & Dyeing Finishing Production
✔ Cutting, Printing & Embroidery Production
✔ Garments Production
✔ Washing Production ইত্যাদি।

৭. বায়ার রিসার্চ করার দক্ষতা থাকতে হবে। যেমন-
✔ Buyer Behavior
✔ Buyer Category
✔ Buyer Lead Time
✔ Buyer Pricing, Revision, Development ইত্যাদি

৮. বায়ার এবং সাপ্লাইয়ারের সাথে ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে। যেমন-
✔ বায়ারের পাঠানো মেইল পুরোপুরি বুঝতে পারা।

No comments:

Post a Comment