Tuesday, 19 October 2021

বিশ্বের শীর্ষ ১০ পরিবেশবান্ধব পোশাক কারখানার মধ্যে নয়টির মালিক বাংলাদেশ।

বিশ্বের শীর্ষ ১০ পরিবেশবান্ধব পোশাক কারখানার মধ্যে নয়টির মালিক বাংলাদেশ। শুধু তাই নয়, শীর্ষ ১০০ গ্লোবাল প্ল্যাটিনাম কারখানার মধ্যে ৩৯ টি রয়েছে এই দেশে।
Report : 2021



২০১৯ সালে কোন এক জনকে শতবার বলেও, অবুঝের মত নাবুজ ছিল।
একগুয়েমি বাদ দিতে হবে, পোশাকে বৈচিত্র্য আনতে হবে। রিসার্চ এবং ডেভেলপমেন্ট এর শতভাগ জোর দিতে হবে। তবেই এই শিল্পকে বাচিয়ে রাখা যাবে।

No comments:

Post a Comment