Friday, 2 August 2024

8 Common Interview Questions



ইন্টারভিউ'র ৮টি সাধারন প্রশ্ন যা জানা থাকলে আল্লাহ্ পাক এর রহমতে আপনার জব নিশ্চয়তা ৯৮%💫
8 Common Interview Questions

১. প্রশ্ন: আপনার নিজের সম্পর্কে বলুন?
(Tell me about your self)
উত্তর: এই প্রশ্নের উত্তরে আপনি প্রথমে আপনার নাম, ও ঠিকানা, খুব সংক্ষেপে Educational Qualification বলবেন।
যদি আপনার Experience থেকে থাকে তাহলে সেটা বলবেন।।
(কোথায় জব করেন?
পোস্ট কি? কাজ কি?)
এবং সর্বশেষে Family Background (বাবা মা কি করে ? কয় ভাই বোন এবং তারা কি করে ?)
সর্ম্পকে খুব সংক্ষপে বলবেন।

২. প্রশ্ন : আপনি কেন আমাদের কোম্পানিতে জব করতে চান ? (Why do you want to work in our company)
উত্তর: এই প্রশ্নের উত্তর আপনাকে খুব পজেটিভ ভাবে দিতে হবে। এবং সেই কোম্পানির প্রশংসা করতে হবে। আমরা এভাবে বলতে পারি, এটা যে কোন চাকুরি প্রার্থীর জন্য গর্বের বিষয় যে আপনার সনামধণ্য কোম্পানিতে কাজের সুযোগ পাওয়া এবং আমার মনে হয় আমার Qualification এবং Skill অভিজ্ঞতা এই জবের সঙ্গে Match করে। আর আমি যদি আপনার কোম্পানিতে কাজ করার সুযোগ পাই, তাহলে আমি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিব। ইনশাআল্লাহ 

৩. প্রশ্ন: আপনার দক্ষতা গুলো কি কি ?
 ( What are your strengths)
উত্তর: এই প্রশ্নের উত্তরে আপনার নিজের যে গুনাবলি আছে তা সুন্দর ভাবে উপস্থাপন করবেন। আপনি এভাবে বলতে পারেন যে, আমার সবচেয়ে বড় গুন হচ্ছে আমি যে কোন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি। আমি সততার সাথে সবসময় কাজকর্ম করি এবং সব কাজে পজেটিভ থাকি।

৪. প্রশ্ন: আপনার দুর্বলতা গুলো কি কি ?
( What is your weakness)
উত্তর: এই প্রশ্নের উত্তর আপনাকে কিছুটা চালাকির সঙ্গে দিতে হবে। এখানে আপনাকে নিজের দুর্বলতা গুলো এমন ভাবে উপস্থাপন করতে হবে, যেন সেটা পজেটিভ হয় । এখানে আপনি বলতে পারেন যে, আমি সব কাজ নিখুত ভাবে করতে চাই তাই একটু খুতখুতে স্বভাবের এবং আমি সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করি তাই অনেকে আমাকে অপছন্দ করে থাকে।

৫. প্রশ্ন: আপনাকে কেন আমরা নিয়োগ দিবো ?
( Why should I Hire You)
উত্তর: এই প্রশ্নের উত্তর আপনাকে আপনার Talent ও Skill যা যা রয়েছে তা সুন্দর করে গুছিয়ে বলতে হবে। যদি আপনার পূর্বে কোন কাজের অভিজ্ঞতা থাকে সেটি বিস্তারিত উপস্থাপন করতে পারেন।

৬. প্রশ্ন: আমাদের কোম্পানি সম্পর্কে আপনি কি জানেন? 
(What Information you have about our company)
উত্তর: এটি একটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন, কেননা আপনি যে কোম্পানিতে কাজ করতে চান অবশ্যই আগে থেকে সেই কোম্পানির প্রোফাইল জেনে যেতে হবে। এতে করে আপনি ইন্টারভিউ বোর্ডকে বুঝাতে পারবেন যে আপনি কতটা ইচ্ছুক তাদের কোম্পানিতে কাজ করার জন্য এবং তাতে করে তারা অনেক খুশি হবে। সেই প্রতিষ্ঠানের Work environment, employees , head office, achievement, information ইত্যাদি ইন্টারনেট থেকে খুব সহজে পেয়ে যাবেন।

৭. প্রশ্ন: আপনি কেন জব চেঞ্জ করতে চান ?
(why are you looking for a job change)
উত্তর: এই প্রশ্নের উত্তরে আপনি কখনোই বর্তমানে যে কোম্পানিতে কাজ করেন তার বদনাম করবেন না। এখানে আপনি বলতে পারেন আমি নতুন কোন ভালো Opportunity খুজতেছি এবং আমার হবি (ইচ্ছা) নতুন নতুন কোন কিছু শেখা।

৮. প্রশ্ন: আপনি কেমন বেতন আশা করেন?
( what is your salary expectation)
উত্তর: এই প্রশ্নের সবচেয়ে বেস্ট উত্তর হচ্ছে যে, আপনি যদি ফ্রেশার হন তাহলে কোন বেতন না বলা। আপনি এভাবে বলতে পারেন যে কোম্পানির নিয়ম অনুযায়ী আমার যা প্রাপ্য তাতে আমি খুশি । আর যদি আপনি বর্তমানে কোন জব করে থাকেন তাহলে তার বর্তমান যে বেতন ও সুযোগ সুবিধা পান সেটি বলবেন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।।