Monday, 20 May 2024

How to Calculate Production Capacity of a Factory? | ফ্যাক্টরীর প্রোডাকশন ক্যাপাসিটি নির্ণয়ের পদ্ধতি।

যে কোন গার্মেন্টস ও টেক্সটাইল ফ্যাকটরীর জন্য “Production Capacity” খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি কোম্পানী মালিক ও বায়ার দুই পক্ষের জন্যই সমান গুরুত্বপূর্ণ। কোম্পানি মালিক একটি নির্দিষ্ট Season এ কত পরিমাণ অর্ডার নিতে পারবে ও বায়ার তার চাহিদা একটি নির্দিষ্ট কোম্পানী থেকে কতটুকু পূরণ করতে পারবে তা ফ্যাকটরীর “Production Capacity” থেকে সহজেই জানা যায়। তাই যে কোন গার্মেন্টস ও টেক্সটাইল ফ্যাকটরীর জন্য সঠিকভাবে Production Capacity বের করার পদ্ধতি জানা ও নির্ণয় করা খুব জরুরী। নিচে গার্মেন্টসের এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। অন্য আরেকটি লেখায় টেক্সটাইলের “Production Capacity” সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

সাধারণত ফ্যাকটরীর মোট মেশিন সংখ্যা ও দৈনিক প্রোডাকশন সংখ্যা দিয়ে “Production Capacity” নির্ণয় করা হয়। এক্ষত্রে ফ্যাকটরীর মোট মেশিন সংখ্যা প্রায় সবসমই সমান থাকে। কিন্তু স্টাইল ও প্রোডাক্ট ক্যাটাগরী অনুযায়ী ডেইলি প্রোডাকশন কিছুটা কম বেশি হয়। সেক্ষেত্রে যদি ফ্যাক্টরীর মোট Available Time ও স্টাইল অনুযায়ী SAM (Standard Allowed Minute) থেকে “Production Capacity” বের করা হয় তাহলে ক্যাপাসিটি অনেক নির্ভুল হয়।
Production Capacity নির্ণয়ের জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ
1. Factory’s Total Capacity in Hour
2. SAM of Product
3. Average Line Efficiency

Factory’s Total Capacity in Hour নির্ণয়
প্রথমে ফ্যাক্টরীর মোট মেশিন সংখ্যা এবং প্রতিদিন ফ্যাক্টরী কত ঘন্টা করে তা বের করতে হবে।
ধরা যাক,
ফ্যাক্টরীর মোট মেশিন সংখ্যা = 1200
প্রতিদিন ফ্যাক্টরী চলে = 10 ঘন্টা। 
তাহলে, Factory’s Total Capacity in Hour = 1200*10 hours = 12000 hours 

SAM of Product
SAM হল Standard Allowed Minute। যা একেক প্রোডাক্টের জন্য একেক রকম হয়। সাধারণত কোম্পানীর Work Study/IE Department প্রত্যেকটি প্রোডাক্টের জন্য SAM নির্ণয় করে থাকে। এক্ষেত্রে বিগত কয়েক মাসের গড় SAM নিতে হবে। ধরা যাক, গত তিন মাসের গড় SAM = 22.65

Average Line Efficiency
এই ডাটা ফ্যাকটরীর IE Department তৈরি ও সংরক্ষণ করে। এক্ষেত্রেও বিগত কয়েক মাসের গড় Efficiency নিতে হবে। ধরা যাক, গত তিন মাসের গড় Efficiency = 48%

ফ্যাক্টরীর মোট প্রোডাকশন ক্যাপাসিটি নির্ণয়
ফ্যাক্টরীর মোট প্রোডাকশন ক্যাপাসিটি নির্ণয়ের সূত্রটি হল-
Factory’s Total Capacity in pieces = [(Factory’s Total Capacity in Hour × 60)/SAM of Product] × Average Line Efficiency
উপরের তথ্য অনুযায়ী, Factory’s Total Capacity in pieces = [(12000 × 60)/22.65] × 48% = 15258 পিছ (প্রায়)

প্রশ্নঃ একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে মোট 15 টি লাইন আছে। প্রত্যেক লাইনে 48 টি করে মেশিন আছে। যদি প্রতিদিন ফ্যাক্টরী 10 ঘন্টা করে চলে, প্রত্যেক লাইনে 20 SAM এর গার্মেন্টস প্রোডাকশন হয় এবং 15 লাইনের গড় Efficiency 55% হয় তাহলে ঐ ফ্যাকটরীর দৈনিক Capacity কত?

দেওয়া আছে,
ফ্যাক্টরীর মোট লাইন = 15, প্রত্যেক লাইনের মেশিন সংখ্যা = 48 এবং দৈনিক ফ্যাক্টরী চলে = 10 ঘন্টা করে
তাহলে, Factory’s Total Capacity in Hour = 15×48×10 hours = 7200 hours 
আরো দেওয়া আছে,
15 লাইনের গড় SAM = 20 এবং গড় Efficiency = 55%
তাহলে সূত্রানুযায়ী,
Factory’s Total Capacity in pieces
= [(Factory’s Total Capacity in Hour × 60)/SAM of Product] × Average Line Efficiency
= [(7200 × 60)/20] × 55%
= 11880 Pieces

Monday, 13 May 2024

CM_Calculation in RMG Industry

#CM_Calculation in RMG Industry :
-Costing is like the backbone of merchandising. It's the foundation that ensures everything runs smoothly. To get seamless and efficient costing, a Merchandiser needs to understand CM (Cost of Making) calculations inside out."
Different way we can calculate CM of a Garment like :
i) CM Calculation from SMV & CPM.
ii) CM Calculation from Machine Cost.
ii) CM Calculation from Line Cost .
I'll discuss one by one. 

Today I'm showing CM Calculation from CPM.